Top 50 gk Questions with Answers | Top 50 gk Questions with Answers for Competitive Exams | Top 50 gk Questions with Answers in Bengali
প্রিয় শিক্ষার্থী, পশ্চিমবঙ্গের চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের মধ্য থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ 50 টি জেনারেল নলেজ প্রশ্ন Top 50 gk Questions with Answers এবং তার সাথে উত্তর নিয়ে আলোচনা করব | তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ | বিশেষ করে WBP পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পোস্ট এ তোমরা যারা আবেদন করেছো তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে এই সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আজকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং তোমাদের জন্য অনেকগুলো মক টেস্ট তৈরি করা রয়েছে আমাদের এই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রত্যেকে মক টেস্টগুলোতে অংশগ্রহণ করবে এবং সেগুলো দিয়ে নিজেদেরকে যাচাই করবে তোমরা পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি নিয়েছো |
কর্মসংস্থান পেপার pdf download |
Download Now
WBP + KP FULL MOCK TEST PDF | Download Now |
GK for WBP | General Knowledge for WBP Constable | GK for WBP Constables | Top 50 gk Questions
প্রশ্ন:1.কচিপাতার রং হালকা হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: Fc
প্রশ্ন:2. প্রাণীদেহে টিস্যু কত প্রকার?
উত্তর: ৪
প্রশ্ন:3. রক্তে রক্তকণিকা কতভাগ?
উত্তর: ৪৫%
প্রশ্ন:4. স্পিরুলিনা কি?
উত্তর: শৈবাল।
প্রশ্ন:5. পরিবহন টিস্যু নেই কোনটির?
উত্তর: ছত্রাক।
প্রশ্ন:6. বায়ুর মাধ্যমে পরাগায়ন হয় না কোনটির?
উত্তর: শিম।
প্রশ্ন:7. জ্যান্থফিল কোন রঙের জন্য দায়ী?
উত্তর: হলুদ।
প্রশ্ন:8. সালোকসংশ্লেষণের মাধ্যমে কোনটি খাবার তৈরি করে-
উত্তর: ক্লোরোপ্লাস্ট।
প্রশ্ন:9. জীনতত্ত্বের জনক বলা হয় কাকে?
উত্তর: মেন্ডেল।
প্রশ্ন:10. সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় কোন উদ্ভিদে?
উত্তর: ফার্ণ
প্রশ্ন:11. বংশ গতির ধারক ও বাহক কি?
উত্তর: ক্রোমোজোম।
পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের প্রশ্ন Pdf |
Download Now
প্রশ্ন:12. ক্লোন কিভাবে করা হয়?
উত্তর: অযৌন প্রজনন প্রক্রিয়ায়।
প্রশ্ন:13. RNA এর নাইট্রোজেন বেস কতটি?
উত্তর: ৪
প্রশ্ন:14. মানুষের করোটিক স্নায়ূ কত জোড়া?
উত্তর: ১২।
প্রশ্ন:15. পাকস্থলিতে কোন এসিড পাওয়া যায়?
উত্তর: HCl
প্রশ্ন:16. পিত্তরস জমা থাকে পিত্তথলিতে কিন্তু তৈরি হয় কোথায়?
উত্তর: যকৃতে।
প্রশ্ন:17. শর্করা বা কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় কোথায়?
উত্তর: মুখে।
প্রশ্ন:18. চোখের পানি নির্গত হয় কোন গ্রন্থি থেকে?
উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি।
প্রশ্ন:19. সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি বলা হয় কাকে?
উত্তর: ক্লোরোপ্লাস্ট।
প্রশ্ন:20. ভাইরাস অর্থ কী?
উত্তর: বিষ।
প্রশ্ন:21. অ্যামাইনো এসিড থাকে কিসের প্রাচীরে?
উত্তর: ব্যাকটেরিয়া।
প্রশ্ন:22. রাইজয়েড আসে কোন উদ্ভিদের?
উত্তর: মস।।
প্রশ্ন:23. জলে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায়?
উত্তর: অভিস্রবন।
প্রশ্ন:24. মুক্ত শক্তির বাহক কোনটি?
উত্তর: ATP
ভারতের প্রথম পুরুষ pdf | Click Here |
প্রশ্ন:25. সালোকসংশ্লেষণ হয় পাতার কোথায়?
উত্তর: মেসোফিল টিস্যুতে।
প্রশ্ন:26. মূলহীন উদ্ভিদকে কি বলে?
উত্তর: ঝাঁঝি।
প্রশ্ন:27. ভার্ণালাইজেশনের মাধ্যমে ফুল ফোটে-
উত্তর: অল্প সময়ে।
প্রশ্ন:28. সবচেয়ে বড় মুকুল হল-
উত্তর: বাঁধাকপি।
প্রশ্ন:29. অ্যামিবা কোন পর্বের প্রাণী?
উত্তর: প্রোটোজোয়া।
প্রশ্ন:30. দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন কে?
উত্তর: ক্যারোলাস লিনিয়াস।
প্রশ্ন:31. পেশি কলা কয় ধরণের?
উত্তর: ৫।
TOP 50 GK MOCK TEST |
প্রশ্ন:32. সর্বজনীন রক্ত গ্রহিতা কোন গ্রুপ?
উত্তর: AB
প্রশ্ন:33. খারাপ কোলেস্টেরল বলা হয় কোনটিকে?
উত্তর: HDL
প্রশ্ন:34. স্নায়ুতন্ত্র প্রধাণত কয় প্রকার?
উত্তর: ২
প্রশ্ন:35. শ্বেত রক্তকণিতাকে কী বলা হয়?
উত্তর: রক্তের প্রহরী।
প্রশ্ন:36. পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটে
উত্তর: প্যারেনকাইমা।
প্রশ্ন:37. অক্সিজেনর অনুপস্থিতি থাকে কোন শ্বসনে?
উত্তর: অবাত।
প্রশ্ন:38. শস্যের ১ম কোষটি কি?
উত্তর: ত্রিপ্লয়েড।
প্রশ্ন:39. অন্ধকারের অঙ্কুরিত হয় কোন ফুল?
উত্তর: গাঁদাফুল।
প্রশ্ন:40. দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: Copyehus Soularis
প্রশ্ন: 41.লোহিত কনিকার আয়ুকাল কত দিন?
উত্তর: ১২০।
প্রশ্ন:42. নাড়ীর স্বাভাবিক স্পন্দন?
উত্তর: 72/m
প্রশ্ন:43. লিপিড কোথায় দ্রবণীয়?
উত্তর: জলে।
প্রশ্ন:44. মানব দেহের সবচেয়ে প্রয়োজনীয় খনিজ পদার্থ কোনটি?
উত্তর: সোডিয়াম।
প্রশ্ন:45. দাঁতের ক্ষয় রোধ করে–
উত্তর: ক্লোরাইড।
WBP practice set Pdf 2024 |
প্রশ্ন:46. পাতার সাহায্যে প্রজনন হয় –
উত্তর: পাথরকুচি।
প্রশ্ন:47. সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলে?
উত্তর: সাইটোপ্লাজম।
প্রশ্ন:48. কোষের মস্তিষ্ক বলা হয় কাকে?
উত্তর: নিউক্লিয়াস।
প্রশ্ন:49. উদ্ভিদের বৃদ্ধি কোথায় সবচেয়ে বেশি ঘটে?
উত্তর: মূলে ও কাণ্ডের অগ্রেভাগে।
প্রশ্ন:50. যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেনিক।