Paschim Bardhaman ICDS Recruitment 2024 | ICDS Recruitment 2024 Paschim Bardhaman | Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

Paschim Bardhaman ICDS Recruitment 2024– ৮৮২ অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা নিয়োগ করবেন পশ্চিম বর্ধমান  জেলার অন্তর্গত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন ব্লকে কাজের জন্য ‘অঙ্গনওয়াড়ি  ওয়ার্কার’ ও ‘অঙ্গনওয়াড়ি হেল্পার’ পদে কয়েক হাজার তরুণী নেওয়া হচ্ছে।

Paschim Bardhaman ICDS Recruitment 2024
Paschim Bardhaman ICDS Recruitment 2024

 

Paschim Bardhaman ICDS Recruitment 2024 | ICDS Recruitment 2024 Paschim Bardhaman | Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান  জেলার অন্তর্গত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন ব্লকে কাজের জন্য ‘অঙ্গনওয়াড়ি  ওয়ার্কার’ ও ‘অঙ্গনওয়াড়ি হেল্পার’ পদে কয়েক হাজার জন তরুণী নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য:

Paschim Bardhaman ICDS Recruitment 2024

 

Paschim Bardhaman ICDS Recruitment 2024  –  Official Website 

ICDS Qualification in West Bengal – ক্লাস এইট পাশ তরুণীরা ‘অঙ্গনওয়াড়ি হেল্লার’ পদের এ জন্য যোগ্য। উচ্চমাধ্যমিক পাশ তরুণীরা ‘অঙ্গনওয়াড়ি ওয়ার্কার’ পদের জন্য যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

Anganwadi Recruitment 2024 Vacancies Salary –  ক্লাস এইট পাশ তরুণীরা ‘অঙ্গনওয়াড়ি হেল্লার‘ পদে পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ী পারিশ্রমিক মাসে ২.২৫০ টাকা। এছাড়াও অতিরিক্ত ভাতা পাবেন মাসে ৪,৫৫০ টাকা।  উচ্চমাধ্যমিক পাশ তরুণীরা ‘অঙ্গনওয়াড়ি ওয়ার্কার’ পদের জন্য যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৪,৫০০ টাকা। এছাড়াও অতিরিক্ত ভাতা পাবেন মাসে ৪,৫০০টাকা।

Anganwadi Age Limit –    ‘অঙ্গনওয়াড়ি হেল্লার‘ পদে বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। ‘অঙ্গনওয়াড়ি ওয়ার্কার’ পদের জন্য যোগ্য বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। দুই পদের বেলায়ই বয়স হতে হবে ২১-৮-২০২৪’এর হিসাবে।

কর্মসংস্থান পেপার pdf download

Download Now

 

ICDS  Exam Syllabus 2024 | ICDS Exam Syllabus in West Bengal pdf Download | ICDS Exam Syllabus in West Bengal | ICDS Exam syllabus for anganwadi | ICDS Exam Syllabus in west bengal 2024 | ICDS Exam Syllabus 2024 pdf Download | ICDS Worker Exam Syllabus in Bengali

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের বেলায় ২ ঘন্টার ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে এইসব বিষয়: (১) ১৫০ শব্দের ওপর প্রবন্ধ লেখা-১৫ নম্বর (শিশু সংক্রান্ত বিষয়ের ওপর সচেতনতা -ক্লাস এইট পাশ মানের), (২)-অঙ্ক-২০ – নম্বর, (৩) সতর্কতার সঙ্গে রান্নার দক্ষতা, পাব্লিক হেলথ ও হাইজিন -১৫ নম্বর, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ (সাধারণ ইংরিজির ওপর দক্ষতা, অনুবাদ) – ২০ নম্বর, (৫) জেনারেল নলেজ -২০ নম্বর। এরপর ইন্টারভিউ হবে ১০ নম্বর। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের বেলায় ২ ঘন্টার ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে এইসব বিষয়: (১) ১৫০ শব্দের ওপর প্রবন্ধ লেখা-১৫ নম্বর (মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত), (২) অঙ্ক-২০ নম্বর, (৩) নিউট্রিশন, পাবলিক হেলথ — ও মহিলাদের স্ট্যাটাস, রাজ্য পুষ্টি আইন ও ভ্যাকসিন (০-৬ বছর)-১৫ নম্বর, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ ২০ নম্বর (সাধারণ ইংরিজির দক্ষতা, অনুবাদ), (৫) জেনারেল নলেজ ২০ নম্বর। এরপর ইন্টারভিউ হবে ১০ নম্বর।

WBP practice set Pdf 2024

Download Now

ICDS Application Process in West Bengal | ICDS Application Form | ICDS Application Form pdf  | ICDS Application Form 2024 pdf Download | ICDS Application form 2024 

  1. আবেদনটি সঠিকভাবে পূরণ করতে, আপনার প্রকল্পের পিডিএফ ফাইলের মূল নোটিশ ভালো ভাবে পড়ুন এবং তারপরই আবেদনপত্র পূরণ করতে শুরু করুন। অন্যথায় আবেদনপত্রটি ভুল থাকবে ও সেটি বাতিল হতে পারে।

2. আবেদনকারীদের আবেদন করার আগে প্রকল্পের নাম এবং শূন্যপদ বিভাগ পরীক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি ফর্মটি সংরক্ষণ করার পরে বা চূড়ান্ত জমা দেওয়ার পরে প্রকল্পের নাম এবং শূন্যপদ পরিবর্তন করতে পারবেন না।

3. আবেদনপত্রের চূড়ান্ত জমা দেওয়ার পরে, আপনি আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত সমস্ত ক্ষেত্র সম্পাদনা করতে, ফটো এবং স্বাক্ষর পরিবর্তন করতে, বিদ্যমান শংসাপত্র মুছে নতুন শংসাপত্র নথি পুনরায় আপলোড করতে পারেন।

Paschim Bardhaman ICDS Recruitment 2024
Paschim Bardhaman ICDS Recruitment 2024

দরখাস্ত করবেন অনলাইনে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে: https://icdspsbdn.in দরখাস্ত করার আগে এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন: (১) এখনকার তোলা এক কপি পাশপোর্ট মাপের রঙিন ■ ফটো (২৫ থেকে ৫০ কেবির মধ্যে), (২) সাদা কাগজে নিজের সই, (৩) ■বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত নকল, (৪) ভোটার আই.ডি. কার্ড ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। প্রথমে ওপরের ওই ■ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে নাম রেজিস্ট্রেশন করতে ■হবে। তারপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করতে হবে। তারপর সিস্টেম – জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে কিংবা সংশ্লিষ্ট ব্লকের অফিসে বা, পঞ্চায়েত অফিসে।

 

ICDS Vacancy 2024 West Bengal | ICDS Vacancy 2024 | ICDS Total Vacancy in Bardhaman District 2024 | Burdwan district job 

Paschim Bardhaman ICDS Recruitment 2024- কোন ব্লকের আই.সি.ডি.এস. প্রোজেক্টে ক’টি শূন্যপদ: অঙ্গনওয়াড়ি হেল্পার পদে- কুলটি (আর্বান) -৪১টি, পান্ডবেশ্বর -৩৭টি, অন্ডাল-৩০টি, আসানসোল (আর্বান) ৭৬টি, দুর্গাপুর-। (আর্বান)-১৩টি, আসানসোল-।। ■ (আর্বান) -৩৭টি, দুর্গাপুর-।। (আর্বান)-১৭টি, বারাবনি-৩৬টি, সালানপুর- ■ ২৮টি, ফরিদপুর-দুর্গাপুর-৩০টি, কাঁকসা অ্যাডিশনাল-৩৬টি, কাঁকসা-৪৪টি, • রানিগঞ্জ-৫৪টি, রানিগঞ্জ (আর্বান)- ১৮টি, জামুরিয়া-৬টি।

অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে কুলটি (আর্বান) ৭৬টি, রানিগঞ্জ-৩৫টি, রানিগঞ্জ (আর্বান)- ২২টি, জামুরিয়া-১৮টি, বারাবনি-৮টি, সালানপুর- ২৪টি, পান্ডবেশ্বর-২৩টি, কাঁকসা-২০টি, কাঁকসা অ্যাডিশনাল -১৪টি, ■. ফরিদপুর-দুর্গাপুর-১১টি, দুর্গাপুর-।। (আর্বান) -৯টি, আসানসোল (আর্বান) ৬৩টি, আসানসোল-।। (আর্বান)-২৮টি, অন্ডাল-১০টি।

Paschim Bardhaman ICDS Recruitment 2024- অনলাইন আবেদন জমা 21-08-2024 সকাল 11টা থেকে শুরু হবে এবং 18-09-2024 রাত 11:59 পর্যন্ত চলবে।

 

wbpsc miscellaneous expected cut off 2024

Leave a Comment