West Bengal Primary Teacher Case

West Bengal Primary Teacher Case : এবার নজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সোমবার হাইকোর্টে শুনানি রয়েছে এই মামলার। সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের  SSC -র মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষকের। এবার নজরে ২০১৬ সালেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি।

West Bengal Primary Teacher Case
West Bengal Primary Teacher Case

 

West Bengal Primary Teacher Case | WB Primary Teacher Case | West Bengal Primary Teacher Case Update

SSC –  দুর্নীতির রায় হতেই এ বার গত প্রায় এক বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানাতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা। ২০১৬-র সঙ্গে ২০১৪ সালের টেটের ওএমআর শিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের মামলা বর্তমান সূচি অনুযায়ী শুনানি হওয়ার কথা বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। সেই মামলার রায়ের উপরে নির্ভর করছে প্রায় ৬০ হাজার প্রাাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। যার মধ্যে রয়েছেন ২০১৬–য় চাকরি পাওয়া সেই ৩২ হাজারও।

পুনরায়  যোগ্যতা  নির্ধারণে  সুপ্রিমকোর্ট  কি  বলল ?

Details Here…

west bengal primary court case update – হাইকোর্ট সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ফের উঠতে চলেছে কলকাতা হাই কোর্টে। আদালতের খবর, সোমবার, ৭ এপ্রিল, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডি‌ভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে।

 

ইতিমধ্যে যাদের চাকরি বাতিল করা হয়েছে আবার নতুন করে চাকরি পরীক্ষায় বসতে পারবেন সে বিষয়ে এখনো সংশয় রয়েছে বিস্তারিত জানতে ক্লিক করুন –  Click Here 

SSC 2016 CANCEL PANEL LIST PDF   DOWNLOAD NOW

 

এই মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। আদালত সূত্রে খবর, আরেকটি মামলায় বিচারপতি অমৃতা সিং ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে।

মাঝরাতে পাশ ওয়াকফ বিল! এই বিল আসলে কী? আগে কী ছিল, এখন কী হবে? বিরোধিতাই বা কেন! সহজে জানুন পুরোটা – 

Click Here … 

Leave a Reply