WB NEWS TODAY

WBPSC Exam Calendar 2024 pdf Download

WBPSC Exam Calendar 2024 pdf Download  | Upcoming WBPSC Exam 2024 | WBPSC Exam Calendar 2024 

নমস্কার বন্ধুরা,

ফিরে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য, ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের [ WBPSC ] তরফ থেকে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে  ২০২৪ সালের মধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বেশ কয়েকটি শূন্য পদে ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বহু অপেক্ষারপর অবশেষে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কমিশন এখনো পর্যন্ত কমিশনের সূত্রে জানানো হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের মধ্যে কোন পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ চাকরিপ্রার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নির্বাচনের পর আগামী জুলাই এবং আগস্ট মাসের মধ্যে হতে পারে মিসলেনিয়াস ও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কমিশনের তরফ থেকে ঠিক করা হয়েছে |

WBPSC Exam Calendar 2024 pdf Download
WBPSC Exam Calendar 2024 pdf Download

 

 

WBPSC Clerkship Exam Date 2024 | WBPSC Clerkship Notification 2024 | WBPSC Miscellaneous Exam Date 2024

তোমাদের সুবিধার জন্য জানিয়ে রাখি 2023 ডিসেম্বরে ক্লার্কশিপ এবং মিছিল নেনিয়ার সার্ভিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কমিশনের তরফ থেকে এবং ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে ক্লাগশিপের জন্য মোট আবেদন পত্র জমা পড়েছে ৮ লক্ষ ৪০ হাজার প্রায়

এর আগে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে শেষবার ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হয়েছিল ২০১৯ সালে তবে বিগত বছরের তুলনায় এই বছর চাকরি প্রার্থীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তাই চলতি বছর বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার জন্যই এই পরীক্ষাটি বেশ কয়েকটি ধাপে নিতে চাইছেন কমিশনের কর্মকর্তারা

কর্মসংস্থান পত্রিকা এই সপ্তাহের 2024 Download Now 

 

WBCS Exam Date 2024 | WBCS Exam Notification 2024 | WBPSC Upcoming Exams

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ বছর যে পরীক্ষা নেওয়া হবে, তার তালিকা প্রকাশ করেছে । ২০২৪ সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও ঘোষণা করা হয়েছে OBC সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে মামলা চলার জন্য পরীক্ষা নিতে পারবে না, এমন গুজব ওঠায় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কথা ভেবে কোন পদের পরীক্ষা হবে তা প্রকাশ করল । এছাড়াও কোন পরীক্ষার জন্য কতজন প্রার্থী দরখাস্ত করেছে তার সংখ্যাটি ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। যে যে পরীক্ষার তারিখ ঠিক হয়েছে তা নিচে আলোচনা করা হলো-

পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের প্রশ্ন pdf

Download Now

 

WBPSC Exam Calendar 2024 pdf Download | WBPSC Exam Calendar 2024 pdf Download Free | WBPSC Exam Calendar 2024 pdf Download Free Download 

WBPSC Exam Calendar 2024 pdf Download – কিভাবে করবে তার জন্য নিচের দেওয়া Download Now অপশনে ক্লিক করলে তোমরা খুব সহজেই অনায়াসে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এছাড়াও যদি আরো অন্যান্য পরীক্ষাগুলোর বিস্তারিত পিডিএফ ডাউনলোড করতে চাও অবশ্যই নিচের দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করবে।

WBPSC Exam Calendar 2024 pdf Download 

Download Now

 

Upcoming WBPSC Exam 2024   View More Details 

 

 

Exit mobile version