নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবলের বিগত কয়েক বছরের প্রশ্নপত্র এবং তার সাথে উত্তর দেখে নিব । Wbp Lady Constable Question Paper 2023 pdf Download– পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের প্রশ্ন pdf তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যারা নতুন করে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর জন্য প্রস্তুতি নিচ্ছো, আজকের এই pdf গুলো ডাউনলোড করে নিয়ে তোমরা খুব অনায়াসে দেখতে পারবে বিগত বছরে কিরকম প্রশ্ন এসেছে যেটা তোমাদের আগামী দিনের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবে নিতে সাহায্য করবে । Wbp Constable Previous Year Question Paper ডাউনলোড করার জন্য বিস্তারিত দেখে নাও ।
Wbp Constable Previous Year Question Paper এবং Wbp lady constable previous year question paper – Wbp Lady Constable Question Paper 2023 pdf Download গুলো দেখার আগে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিব সেগুলো নিচে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করছি
Wbp constable and lady constable syllabus 2024
যেকোনো পরীক্ষা প্রস্তুতি আগে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ তাই সবার আগে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি-কনস্টেবল পরীক্ষার সিলেবাস সিলেবাস সম্পর্কে একটু বিস্তারিত জানব । পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষায় মূলত প্রধান চারটি বিষয়ের উপর ভিত্তি করেই পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো হল- General Awareness and General Knowledge, Reasoning and Logical Analysis, Elementary Mathematics (Madhyamik standard) এই চারটি প্রধান বিষয় মধ্যে মূলত কোন কোন বিষয় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো নিচে উল্লেখ করা হলো,
1.
Wbp Constable Question Pattern 2024 | Wbp Constable Exam Syllabus 2024
উপরিউক্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় কত নাম্বারের মধ্যে প্রশ্ন আসবে সেটা দেখে নাও, এবং এর সাথে Wbp Lady Constable Exam Pattern একই রকম হয়ে থাকে কোনরকম পরিবর্তন হয় না ।
2.
Wbp constable height and weight list
পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড ( WBP) এর পক্ষ থেকে Wbp constable height for male / Wbp constable height for female এবং Weight কিরকম লাগে সেটা তোমরা নিচে ভালো করে দেখতে পারবে।
Wbp Constable PET Details
3.
Food si answer key 2024 pdf- ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন 2014 pdf
Wbp Constable PMT Details
পশ্চিমবঙ্গ পুলিশের PMT পরীক্ষায় ছেলেদের ১৬০০ মিটার রান ৬ মিনিট ৩০ সেকেন্ডে সম্পূর্ণ করতে হবে অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে ৮০০ মিটার রান ৪ মিনিটে সম্পূর্ণ করতে হবে ।
4.
আমরা তোমাদের সুবিধার ক্ষেত্রে নিচে একটি পিডিএফ দিয়ে দিচ্ছি যেটা ডাউনলোড করে তোমরা আরো কিছু বিস্তারিত বিষয় জানতে পারবে, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং পরীক্ষার আরো কিছু বিস্তারিত বিষয় জানতে পারবে। তো দেরি না করে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে এখনই ডাউনলোড করে নিন ।
Wbp Lady Constable Question Paper 2023 pdf Download
Wbp Lady Constable Question Paper 2023 pdf Download বিগত বছরের প্রশ্ন pdf তোমরা কিভাবে ডাউনলোড করবে তার জন্য নিচে আমরা খুব সহজ সরল ভাবে একটি চার্ট দিয়ে দিয়েছি Wbp constable previous year question paper with answer pdf download করতে পারবে পাশে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে,
DOWNLOAD NOW |
FAQ.
1. পশ্চিমবঙ্গের পুলিশ রেঞ্জ কয়টি?
পশ্চিমবঙ্গে ১০টি রেঞ্জ রয়েছে । রেঞ্জের নেতৃত্বে রয়েছেন একজন উপ-মহাপরিদর্শক (DIG)। প্রতিটি রেঞ্জে দুই বা ততোধিক জেলা বা একটি জেলা একাধিক পুলিশ জেলায় বিভক্ত।
2. পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পদের নাম ?
পুলিশ সুপার: অতিরিক্ত পুলিশ সুপার উপ পুলিশ সুপার পরিদর্শক: সহকারী পরিদর্শক উপ-পরিদর্শক সহঃ উপ পরিদর্শক ইত্যাদি
3. পশ্চিমবঙ্গের পুলিশ জেলা কয়টি?
পশ্চিমবঙ্গ পুলিশ 4 টি সরকার সহ 28 টি জেলা রয়েছে । রেলওয়ে পুলিশ ইউনিট, এটি ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে 6 টি পুলিশ কমিশনারেট রয়েছে।
4. পশ্চিমবঙ্গের বর্তমান DGP কে?
পশ্চিমবঙ্গের বর্তমান DGP মনোজ মালব্য, অতিরিক্ত মহাপরিচালক (IPS, Batch 1985)
5. পশ্চিমবঙ্গের বর্তমান স্বরাষ্ট্র সচিব কে ?
বর্তমান স্বরাষ্ট্র সচিব সচিব নন্দিনী চক্রবর্তী ,বিদায়ী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী