পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর ১০ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এমনটাই আপডেট উঠে আসলো । পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে ১১৭৪৯ জন ছেলেমেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাঁচায় পরীক্ষা হবে সম্ভবত এ বছর পুজোর আগে।

পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের প্রশ্ন Pdf |
Download Now
WBP Constable Exam Date 2025 | WBP Constable Exam Date | WBP Exam Update
WBP Update Today – পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারী সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৩৬৩ জন । এরমধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লাখের বেশি এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখের কাছাকাছি। এক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ পুলিশ রেক্রুটমেন্ট বোর্ড এর কাছে RTI করে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে পরীক্ষার তারিখ কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান RTI এর উত্তরে জানানো হয় পরীক্ষা হবে সম্ভবত পূজোর আগে দরখাস্তকারীর সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৩৬৩ জন ।
TOP 50 GK MOCK TEST |
প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রেক্রুটমেন্ট বোর্ড Recruitment of the post of constable in West Bengal police 2024 পরীক্ষার মাধ্যমে। মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা শারীরিক মাপ যোগ পরীক্ষা শারীরিক সক্ষমতা পরীক্ষা ও সবশেষে হবে ইন্টারভিউ।
WBP practice set Pdf 2024 |
Wbp constable syllabus 2025 | wbp constable syllabus 2025 pdf download | wbp constable exam pattern
যেকোনো পরীক্ষা প্রস্তুতি আগে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ তাই সবার আগে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি-কনস্টেবল পরীক্ষার সিলেবাস সিলেবাস সম্পর্কে একটু বিস্তারিত জানব । পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষায় মূলত প্রধান চারটি বিষয়ের উপর ভিত্তি করেই পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো হল- General Awareness and General Knowledge, Reasoning and Logical Analysis, Elementary Mathematics (Madhyamik standard) এই চারটি প্রধান বিষয় মধ্যে মূলত কোন কোন বিষয় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো নিচে উল্লেখ করা হলো,
1.
Wbp constable syllabus 2024 pdf |
৮৫ নম্বরের লিখিত পরীক্ষায় ৮৫ টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এই সব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ২৫ নম্বর, ইংরেজি ১০ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক মানের ২৫ নম্বর রিজনিং ও লজিক্যাল এনালাইসিস ২৫ নম্বর সময় থাকবে ১ ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে, প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায় ।শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়াতে হবে আর মেয়েদের বেলায় চার মিনিটে ৮০০ মিটার দৌড়তে হব