SSC 2016 Panel – একসাথে ৬ জনের চাকরি গেল

SSC 2016 PanelWBSSC –  তৈরি করা ২০১৬ সালের প্যানেল প্রায় সম্পূর্ণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তাঁরও চাকরি বাতিল হয়েছে। এই খবর শোনা মাত্রই রাজ্যের আর হাজার-হাজার চাকরিপ্রাপকদের মতো তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের স্কুলের এই শিক্ষিকা জানালেন, আদালত রায় দিলেও রাজ্য সরকার এব্যাপারে বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত তিনি স্কুলে আসবেন। চাকরি হারানো এই স্কুলেরই আরও এক শিক্ষিকা বললেন, “যোগ্য-অযোগ্যদের বাছাই করা গেল না। তার দায় আমরা যোগ্যরা কেন নেব?”

SSC 2016 Panel
SSC 2016 Panel

SSC 2016 News | SSC 2016 Update News Today | SSC 2016 Update News

SSC 2016 Panel –  বারইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তন স্কুলের বায়োলজির শিক্ষিকা দেবশ্রী সাহা। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে। সুপ্রিম কোর্টের রায়ে তাঁরও চাকরি চলে গিয়েছে। এদিন এই রায় শোনার পর চূড়ান্ত ভাবে ভেঙে পড়েছেন তিনিও। তবে সুপ্রিম কোর্ট এই রায় দিলেও রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে তিনি। দেবশ্রী ও তাঁর স্বামী দু’জনেই ২০১৬ সালের SSC-র প্যানেলভুক্ত শিক্ষক-শিক্ষিকা। শীর্ষ আদালতের রায়ে তাঁদের দু’জনেরই চাকরি গিয়েছে।সরকার কিছু না বলা পর্যন্ত স্কুলে আসব, স্বামীরও তো চাকরি গেল’, হতাশ বিজ্ঞানের ‘দিদিমণি’

ইতিমধ্যে যাদের চাকরি বাতিল করা হয়েছে আবার নতুন করে চাকরি পরীক্ষায় বসতে পারবেন সে বিষয়ে এখনো সংশয় রয়েছে বিস্তারিত জানতে ক্লিক করুন –  Click Here 

SSC 2016 CANCEL PANEL LIST PDF   DOWNLOAD NOW

 

আগেই সংবাদমাধ্যমের হাতে তথ্য এসেছিল যে – সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ঠিক কারা এইভাবে পুনরায় নিজেদের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে পারবেন, সেটা এসএসসি কর্তৃপক্ষের কাছে পুরোপুরি স্পষ্ট নয়।

এই রায় প্রসঙ্গে এদিন ওই শিক্ষিকা বলেন, “আদালতের রায় নিয়ে বলার মতো মন এখন নেই। আমি পরীক্ষা দিয়ে প্রথম এই চাকরিটাই পাই। আমি এবং আমার স্বামী দু’জনেই একই প্যানেলে চাকরি পাই। আমাদের দু’জনেরই চাকরি চলে গিয়েছে। রাজ্য সরকার এখন কী সিদ্ধান্ত নেয় সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। বাড়িতে সন্তান বাবা-মা, শ্বশুর-শাশুড়ি সকলে রয়েছেন। প্রত্যেকেই আমাদের উপর নির্ভরশীল। আদালত রায় দিলেও সরকার কী সিদ্ধান্ত নেবে সেদিকে তাকিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেব।

SSC 2016 News in Bengali | SSC 2016 News Update  | SSC 2016 News Update News –

SSC 2016 News –  মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট চাকরিহারাদের পুনরায় যোগ্যতা নির্ধারণের পরীক্ষায় বসার অবকাশ দিয়েছে। মমতা বলেছিলেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আগামী তিনমাসের মধ্যে এই প্রক্রিয়া সারা হবে। যদিও এই কাজ করবে এসএসসি এবং তারা স্বশাসিত একটি সংস্থা। সরকার তাদের কাজে কোনও হস্তক্ষেপ করবে না। তবে, সরকারের অবস্থান তাদের কাছে স্পষ্ট করে দেওয়া হবে। এক্ষেত্রে আদালত রায়ের প্রতিলিপি থেকে মমতা উল্লেখ করেছিলেন, পুনরায় যোগ্যতা নির্ধারণের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে চাকরিহারাদের বয়সের উর্ধ্বসীমা-সহ নানাবিধ ছাড় ও সুবিধা দেওয়া হবে।

 

SSC 2016 News
SSC 2016 News
পুনরায়  যোগ্যতা  নির্ধারণে  সুপ্রিমকোর্ট  কি  বলল ?

Details Here…

SSC 2016 Panel – সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তন স্কুলেরও ৬ জন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন শিক্ষক ও তিনজন শিক্ষিকা।ওই স্কুলেরই অঙ্কের শিক্ষিকা অঙ্কিতা ধর। তাঁরও চাকরি গিয়েছে। তিনিও ২০১৬ সালের প্যানেলভুক্ত। তিনি বলেন, “যোগ্য-অযোগ্যদের বাছাই করা গেল না। তার দায় আমরা যোগ্যরা কেন নেব? আমরা তো কোনও দোষ করিনি। এর দায় চাকরির নিয়োগকর্তাদেরই নিতে হবে। এই স্কুলে আমরা মোট ৬ জন SSC থেকে এসেছি। আমরা প্রত্যেকেই ২০১৬ সালের প্যানেলভুক্ত শিক্ষক-শিক্ষিকা।”

 

Leave a Comment