WB NEWS TODAY

OBC Certificate Cancellation News | OBC Certificate News

নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে । বর্তমান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে OBC Certificate Cancellation News যে গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে 2010 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করল হাইকোর্ট । কেন বাতিল করা হলো এই সমস্ত OBC Certificate  সে সম্পর্কে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব ।

OBC Certificate Cancellation News
OBC Certificate Cancellation News

OBC Certificate Cancellation News in West Bengal 

২০১০ এর পর সমস্ত OBC Certificate Cancel বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট । প্রায় পাঁচ লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে রাজ্যে । এই নিয়ে বড় সমস্যায় পড়েছে রাজ্যের ওবিসি কাস্টের লোকজন । এখন কি হবে ? সেটা নিয়ে উঠছে বড় প্রশ্ন তবে কেন বাতিল করা হলো এই সমস্ত সার্টিফিকেট সে নিয়ে হাইকোর্ট নির্দিষ্ট বিবৃতি প্রদান করেছেন । কলকাতা হাইকোর্ট বলেছেন 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ ভাবে আইন মেনে বানানো হয়নি । তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে । তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়া রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোন প্রভাব ফেলবে না আর চাকরি প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না ।

OBC Certificate Cancel News Today

আজকে ওবিসি শ্রেণীভুক্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত হাইকোর্টের রায় মোতাবেক 2010 সালের পরে সার্টিফিকেট বাতিল এইরকম নয় অর্থাৎ মাননীয় হাইকোর্ট বলতে চেয়েছেন যে সমস্ত ওবিসি জাতি ২০১০ সালের আগে সেন্ট্রাল ওবিসি লিস্ট এর শ্রেণীভুক্ত অলরেডি রয়েছে সেইসব সেইসব ওবিসি জাতির বা শ্রেণীর সার্টিফিকেট ইস্যু ডেট যেকোনো তারিখের হলেও কোন সমস্যা হবে না ।

OBC Certificate Cancel News Today

OBC Certificate Cancelled by Calcutta High Court

২০১১ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । বুধবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনও চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাই কোর্টের এই নির্দেশের ফলে বাতিল হল প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাই কোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহারকারী যাঁরা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাঁদের উপর প্রভাব পড়বে না।কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাঁদের বেঞ্চ বলে, ‘‘এর পরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাঁদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তী কালে তাঁরাই ওবিসি বলে গণ্য হবেন।’’

 

সাদা খাতা জমা দিয়ে চাকরি-2016 ssc panel cancel list pdf download

ডাউনলোড করার জন্য নিচের দেওয়া ডাউনলোড অপশনে ক্লিক করুন –

Download Now

 

OBC Certificate Cancellation News West Bengal

OBC Certificate Cancellation News মোট কথা, আজ থেকে রাজ্যে ওবিসি বলে আর কিছু থাকল না ৷ নতুন ওবিসি সংরক্ষণ তালিকা ১৯৯৩ সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে৷ তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন, তাঁদের কারওর চাকরি যাবে না৷ যাঁরা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁরাও চাকরি পাবেন ৷

Central OBC List pdf

Central obc list west bengal pdf- Download Now 

Exit mobile version