Indian Post GDS Recruitment 2024

ভারতীয় ডাক বিভাগে ( Indian Post GDS Recruitment 2024) পশ্চিমবঙ্গ সরকার সহ ভারতে বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 44,228 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। মোট শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে শূন্যপদ আছে 2440 এর কাছাকাছি।আজকের এই পোস্টে আমরা Indian Post GDS Recruitment 2024 সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

Indian Post GDS Recruitment 2024
Indian Post GDS Recruitment 2024

 

 

Indian Post GDS Recruitment 2024 | India Post GDS Recruitment 2024 | Indian Post  Recruitment 2024 | India Post Recruitment 2024 | indian post office gds recruitment 2024 notification 

গ্রামীণ ডাক সেবকদের নিচের তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক।

Indian Post BPM Duties and Responsibilities  ( ব্রাঞ্চ পোস্টমাস্টার -BPM)
পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন ও অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিসেবা ও পণ্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টার এর বিভিন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো , বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো। রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা । সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাকসেবকদের কাজের তদারকি করা ইত্যাদি ।

Indian Post ABPM Duties and Responsibilities  ( অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার – ABPM )
পোস্টাল পরিষেবা যেমন ডাকটিকিট খাম ইত্যাদি বিক্রি করা , বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়া পেমেন্ট ব্যাঙ্ক এর টাকা জমা নেওয়া ও দেওয়া। পোস্ট অফিসের অধীন বিভিন্ন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো। রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা ।

Indian Post dak Sevak Duties and Responsibilities – ডাক সেবক – Indian Post Office Gramin dak Sevak Recruitment 2024
ডাক সেবক পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট খাম ইত্যাদি বিক্রি করা। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের টাকা জমা নেওয়া ও দেওয়া। পোস্টমাস্টারের নির্দেশে অন্যান্য কাজ করতে হবে। রেলওয়ে মেন সার্ভিসের সর্টিং অফিসে কাজ করতে হবে। মেল ব্যাগের আদান-প্রদান ব্যাক নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে।প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ । গ্রামীণ ডাক সেবক পদে মনোনীত হলে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

বেতন কাঠামো – Indian Post GDS Recruitment 2024 Salary 
Indian Post BPM Salary-  ব্রাঞ্চ পোস্টমাস্টারের বেলায় 12000 থেকে 29380 টাকা
Indian Post ABPM Salary – Indian Post Dak Sevak Salary –  অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডার্ক সেবক পদের বেলায় ১০,০০০ থেকে ২৪ হাজার ৪৭০ টাকা ।

শিক্ষাগত যোগ্যতা – Indian Post GDS Recruitment 2024 Qualification 
অংক ও ইংরেজি বিষয়ের পাশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোন সুবিধা পাবেন না। এছাড়াও প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে।

কর্মসংস্থান পত্রিকা এই সপ্তাহের 2024

Download Now

Indian Post GDS Recruitment 2024 Age Limit –  এই পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে 05/08/2024 এর হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সে ছাড় পাবেন ।

 

India Post Recruitment 2024 in West Bengal | Indian Post GDS Recruitment 2024 West Bengal | India Post GDS Recruitment 2024 West Bengal | Post Office GDS Recruitment 2024

এই পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার এক মাসের মধ্যেই সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনের বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে। সাইকেল চালাতে জানতে হবে যারা মোটরসাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য।

Indian Post GDS Recruitment 2024
Indian Post GDS Recruitment 2024

 

India Post GDS Recruitment 2024 Official Website  | Indian Post Office GDS Recruitment 2024 Official Website | Post Office Recruitment 2024 Official Website- কোন ডিভিশনের অধীনে কয়টি শূন্য পদ রয়েছে তার তালিকা নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক- Apply Now

India Post GDS Recruitment 2024 Official Website
India Post GDS Recruitment 2024 Official Website

 

Indian Post GDS Recruitment 2024 Process | Indian Post Office Recruitment 2024 Selection Process | Indian Post GDS Recruitment 2024 Selection Process | Indian Post GDS Selection Process

প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেতার ভিত্তিতে এজন্য দরখাস্ত ঘটিয়ে দেখা হবে মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্য পদের কয়েকগুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে তারপর আবার শর্ট লিস্ট করা হবে ফল বেরোবে ৩১ শে ডিসেম্বর মেধা তালিকা তৈরির সময় উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোন সুযোগ পাবে না প্রার্থীরা জেনারেল তপশিলি জাতি তপশিলি উপজাতি আর মহিলাদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় কোন প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রীটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে দরখাস্ত করার সময় পাঁচটি পোস্ট অফিসের নাম রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রভিশনাল মেধা তালিকা এসএমএস করে জানানো হবে।

WBP Mock Test PDF 2024

Download Now

 

Indian Post Office GDS Recruitment 2024 Last Date | Indian Post Office GDS Recruitment 2024 Official Website Apply Online – 

নির্দিষ্ট পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদানগুলো জমা করতে হবে আবেদন করতে পারবে ৫ এ আগস্ট পর্যন্ত এর জন্য প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি মেইল আইডি এর সাথে আধার কার্ডের নম্বর থাকতে হবে

Indian Post GDS Recruitment 2024 Fees – পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা জমা করতে হবে তবে তপশিলি প্রতিবন্ধী ও মহিলাদের কোন কি লাগবে না।
এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় কোন ভুল হলে প্রার্থী এটি সংশোধন করতে পারবে 06/08/2024 থেকে 08/08/2024 এ আগস্ট পর্যন্ত।

1 thought on “Indian Post GDS Recruitment 2024”

Leave a Comment