Job Fair 2024 | Sitalkuchi College | Sitalkuchi News | Sitalkuchi News Today
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রতিবছরের ন্যায় এই বছরও বিভিন্ন নামিদামি কোম্পানির দ্বারা অনুষ্ঠিত হতে যাচ্ছে জব ফেয়ার ( Job Fair 2024 ) বা চাকরির মেলা অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট , Department of Technical Education and Skill Development এই বিভাগের সহায়তায় এই Job Fair 2024 আয়োজন করা হয় ।
কোথায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে? কারা অংশগ্রহণ করতে পারবে এই অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠানের তারিখ কত এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব আজকের এই প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় হলো?
প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় |
01 | কি এই জব ফেয়ার বা চাকরির মেলা ? |
02 | কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? |
03 | কারা কারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে? |
04 | কি কি চাকরির আবেদন করতে পারবে? |
05 | এখানে আবেদন করতে গেলে কি যোগ্যতা চাওয়া হয়েছে? |
06 | চাকরিতে নিয়োগের পদ্ধতি কেমন ? |
07 | বেতন কাঠামো? |
08 | কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে ? |
09 | গুরুত্বপূর্ণ তারিখ ? |
10 | আবেদন ফি ? |
Job Fair 2024 | Job fair Details | চাকরির মেলা
Job Fair 2024- জব ফেয়ার বা চাকরির মেলা বলতে আমরা সাধারণত কর্মসংস্থান পত্রিকায় যে বিষয়টি দেখে এসেছি , আমাদের রাজ্য তথা সমগ্র দেশ মিলে যে সমস্ত প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে তাদের দ্বারা কোন বিশেষ একটি জায়গায় কিছু সংখ্যক চাকরিপ্রার্থী নেওয়ার জন্য তারা একটি অনুষ্ঠান আয়োজন করে থাকেন। ওই অনুষ্ঠানের উপর ভিত্তি করে যে সমস্ত প্রার্থী আবেদন করে পরবর্তীতে তাদেরকে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজের সুযোগ করে দেওয়া হয়। ?
কর্মসংস্থান পেপার today 2024 pdf | Download Now |
কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?
জব ফেয়ার ২০২৪ প্রতিটি জেলার ন্যায় এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোচবিহার জেলার প্রান্তিক স্থান শীতলকুচি কলেজে, শীতলকুচি কলেজ সংলগ্ন এলাকা অর্থাৎ শীতলকুচি ব্লক এবং সেটাই ব্লকের যে সমস্ত বেকার যুবক-যুবতী রয়েছে তাদের জন্য একগুচ্ছ চাকরির প্রস্তাব নিয়ে এসেছে বিভিন্ন কোম্পানি ?
কারা কারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে?
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে শীতলকুচি ব্লক ও Sitai ব্লকের অন্তর্গত বিভিন্ন ছাত্র-ছাত্রী এবং কিছু সংখ্যক বেকার যুবক-যুবতী তবে সমস্ত বিষয়টি কিছু শর্তসাপেক্ষ রয়েছে সেগুলো আমরা একেক করে জেনে নিচ্ছি ?
কি কি চাকরির আবেদন করতে পারবে?
অনুষ্ঠানে আগত বিভিন্ন কোম্পানির তারা তাদের নির্দিষ্ট কোম্পানির জন্য কিছু যোগ্যপ্রার্থী বাছাই করবেন। এর জন্য তারা তাদের কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন সবার মাঝে এবং সেখান থেকে তোমরা যারা ইচ্ছুক থাকবে সেই পোস্টটির জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবে এর জন্য তোমাদেরকে অবশ্যই সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে সমস্ত কোম্পানির চাকরির প্রস্তাবগুলো আগে ভালো করে শুনে নিতে হবে তারপরেই নিজেদের পছন্দমত বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারবে।
Job Fair Qualification
এখানে আবেদন করতে গেলে প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস তবে তোমরা যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে রয়েছো তোমরাও এই অনুষ্ঠানে সামিল হতে পারবে তবে বলা হয়েছে প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের উর্ধ্বক্রমে কোন ছাড় দিবেন কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করবে যে কোম্পানিগুলো কর্মী বাছাই করবেন ।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস 2024 |
Download Now
Recruitment Fair Selection Process | Job Fair Recruitment Method | Job Fair Interview Process
নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে তারা বলেছেন এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই একটি দরখাস্ত করতে হবে সেটা অনলাইন কিংবা অফলাইন প্রক্রিয়া হতে পারে। আবেদনপত্র জমা করার পর তারা প্রয়োজনীয় সমস্ত বিষয় খতিয়ে দেখার পর প্রার্থীকে ইন্টার্নশিপের জন্য বা একটি বেসিক ট্রেনিং এর জন্য ডাকবে ট্রেনিং চলাকালীন প্রার্থী অবশ্যই ইন্সেন্টিভ পাবে।
বেতন কাঠামো ?
বেতন কাঠামোর ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে, তবে সূত্র মারফত খবর প্রার্থীর বেসিক স্যালারি ১২ থেকে ১৫ হাজার থাকবে এবং এর সাথে প্রথম যে ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন প্রার্থীকে অবশ্যই ইন্সেন্টিভ দেওয়া হবে এবং পরবর্তীক্রমে বেতন প্রক্রিয়া বৃদ্ধি পাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
যোগদান করতে গেলে প্রার্থীকে তার নির্দিষ্ট বয়সের প্রমাণপত্র যেমন জন্ম সার্টিফিকেট মাধ্যমিকের এডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে এর সাথে প্রার্থীর শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং অন্য যে সকল সার্টিফিকেট রয়েছে সমস্ত অরজিনাল সার্টিফিকেটগুলো সাথে নিয়ে যেতে হবে এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন।
WBPSC Exam Calendar 2024 | Download Now |
গুরুত্বপূর্ণ তারিখ
শীতলকুচি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ এবং ১৯শে জুলাই ২০২৪
আবেদন ফি ?
প্রবেশ মূল্য বা আবেদন ফি ?
এই অনুষ্ঠানে প্রবেশ মূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছে এবং এর সাথে যে কোন কোম্পানিতে যদি আবেদন করতে চাও সে ক্ষেত্রে ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে ।