WB Gram Panchayat Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্নপত্র ২০২৪

WB Gram Panchayat Practice Set 2024: গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রশ্নপত্র কিরকম হতে পারে তার জন্য আমরা তোমাদের মাঝে  wb gram panchayat mcq questions and answers in bengali  রেখেছি  এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করবে |

WB Gram Panchayat Practice Set 2024
WB Gram Panchayat Practice Set 2024

WB Gram Panchayat Practice Set 2024 | WB Gram Panchayat gk Questions and Answers in Bengali

 

আজকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাংলা gk প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব বিশেষ করে  wb gram panchayat gk mcq questions and answers in bengali যেগুলো তোমাদের পরীক্ষা দারুন ভাবে সাহায্য করবেন। আমরা প্রথমে ইতিহাসের সিন্ধু/ হরপ্পা সভ্যতা নিয়ে বিস্তারিত বিষয় জেনে নিব যেগুলো আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই পার্ট-1 থেকে তোমরা প্রতিটি চাকরি পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন  পাবে ।

 

WB Gram Panchayat Practice Set-

1. কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য ?

  1.   এই সভ্যতায় বড় বড় দুর্গ মন্দির গড়ে উঠেছিল 
  2. এই সভ্যতার অধিবাসীরা নারী এবং পুরুষ উভয় দেবতার উপাসনা করত

     3.যুদ্ধের সময় ঘোরা চালিত রথের ব্যবহার করা হতো

  1.  i and  ii
  2.  ii শুধুমাত্র
  3.  উপরের সবকটি
  4.  কোনটিও নয় 

 2 .  সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে?

  1. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
  2. আলেকজান্ডার ক্যানিংহোম
  3. দয়ারাম সাহানি
  4. স্যার জন্ মার্শাল

 

  1. ( Chalcolatic Age)- কোন যুগের সভ্যতা ?
  1. প্রাচীন যুগের সভ্যতা 
  2. সিন্ধু সভ্যতা
  3.  হরপ্পা সভ্যতা
  4.  বৈদিক সভ্যতা 

4.   ভূমধ্যসাগরীয় জাতিগোষ্ঠী মানুষের সন্ধান কোন যুগের সভ্যতার উল্লেখ রয়েছে? 

  1. সিন্ধু সভ্যতা
  2. হরপ্পা সভ্যতা
  3. সভ্যতা
  4. কোনটিও নয়

5.   সিন্ধু সভ্যতা কোন জেলায় অবস্থিত?

  1.  ইরাবতী 
  2.  মন্টগামারি
  3. লারকানা
  4. রাভী নদীর তীরে  
  1. সিন্ধু সভ্যতা আদিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল?
  1. a. তামা
  2. b. লোহা
  3. c.ব্রোঞ্জ 
  4. d.সোনা
  1. নিচের কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি?
  1. স্নান ঘাট 
  2.  শস্যাগার   
  3. নগর প্রাচীর
  4.  মন্দির

 

  1. সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না ?
  1. গরু B. ভেড়া    C.হাতি    D.ঘোড়া

 

  1. সিন্ধু সভ্যতা ধ্বংসের সম্ভাব্য কারণ নয় কোনটি?
  1. বন্যা   B.আর্যদের আক্রমণ    C.অগ্নিকাণ্ড    D.ভূমিকম্প

 

  1. মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?
  1. ঝোপ নদী   B. বোলান নদী   C. সিন্ধু নদ    D.ইরাবতী
WB Gram Panchayat Syllabus 2024 View Details 
  1. সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি ?

A.পোড়া ইটের বাড়ি  B.নগর প্রাচীর  C. শিল্প ও সাহিত্য  D. মন্দির নির্মাণ

 

  1. ভারতের প্রাচীনতম বন্দর লোথালের আবিষ্কারক কে ?
  1. সার জন্ মার্শাল B.  দয়ারাম শাহানি  C.  এসআর  রাও D. স্যার  stain

 

1 3. সিন্ধু সভ্যতায় ওজন মাপা হতো কোন প্রকার ভিত্তিতে? 

  1.  কেজি  B. পাই  C. কিউবিক   D. কিলোগ্রাম

 

  1. সিন্ধু সভ্যতায় হিন্দু ধারণা অনুযায়ী শি বলেন ত্রিমুখ পশুপতি……………?

 মহাদেব  B. জগা মূর্তি C. যোগেশ্বর   D.পরমেশ্বর

15.সিন্ধু সভ্যতায়……… নিদর্শন পাওয়া যায়নি ?

  1. ছুরি  B. হাতির দাঁত  C. চার চৌকো পাথর   D. মন্দির

 

 wb gram panchayat previous year question paper pdf
Download Now 

 

  1. পৃথিবীর প্রথম তুলা চাষ কোথায় পাওয়া যায়?
  1.  হরপ্পা  B. সিন্ধু   C. মহেঞ্জোদারো   D.কোনোটিও নয়

 

  1. প্রার্থনার বই বলা হয় কোন বেদকে? 

A.যজুর্বেদ   B.অথর্ববেদ   C.সামবেদ D. ঋকবেদ

 

  1. গানের ব্যবহার কোন বেদে পাওয়া যায়  ?

A. যজুর্বেদ   B.অথর্ববেদ   C.সামবেদ D. ঋকবেদ

 

  1. জাদু পুস্তক কোন বেদকে বলা হয়?

A. যজুর্বেদ   B.অথর্ববেদ   C.সামবেদ D. ঋকবেদ

 

  1. সবচেয়ে পুরনো বেদ কোনটি? 

A. যজুর্বেদ   B.অথর্ববেদ   C.সামবেদ D. ঋকবেদ

 

গ্রাম পঞ্চায়েত পূর্ববর্তী ক্লাস  View Details 

 

 

  1. “ ত্রয়ী “ একত্রে কাদেরকে বলে ?

A. যজুর্বেদ,অথর্ববেদ ,সামবেদ  B.  ঋকবেদ,যজুর্বেদ,অথর্ববেদ C. ঋকবেদ,সামবেদ ,যজুর্বেদ, D.  অথর্ববেদ ,সামবেদ,ঋকবেদ

 

  1. বেদের কয়টি অংশ ?
  1.  একটি  B.দুইটি  B. তিনটি .   D.চারটি

 

  1. বেদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
  1. পালি   B.সংস্কৃত  C. পুরান   D.বিদ্যা

 

  1. বেদ শব্দের অর্থ কি ?
  1.  জ্ঞান  B.নিয়ম   C.বিদ্যা  D. কোনটি ও নয় 

 

  1. উপনিষদ মানে কি?
  1. কাছে বসা  B.কারো নিকটে বসা  C.কারো কাছে বসা   D.কারো উপরে বসা

  1. উপনিষদের সংখ্যা কয়টি ?
  1. 108 B. 102  C. 4   D. 3

 

  1. বৈদিক যুগে স্বর্ণ মুদ্রার নাম কি ছিল ?

 

  1.  পানি  B. নিক্স  C.  কণা   D. ধাতু
  1. ঋগ্বেদ অনুসারে ব্রহ্মার হাত থেকে কার জন্ম হয়েছিল?

 

  1. ব্রাহ্মণ  B. ক্ষত্রিয়  C.বৈশ্বের   D.শূদ্র

 

29.পতঞ্জলি কি জন্য বিখ্যাত?

  1. পঞ্চতন্ত্র   B.ব্রহ্মপুত্র   C.আয়ুবেদ   D.যোগসূত্র   E.কোনটিও নয়

 

30.ন্যায় দর্শন প্রচার করেন কে ?

  1.  গৌতম   B.কনাদ   C.কপিল   C.যামিনী

 

  1. সংখ্যা দর্শনের রচয়িতা কে ছিলেন? 
  1. গৌতম   B.কনাদ   C.কপিল   C.যামিনী

 

WB Gram Panchayat Online Apply Process 2024

এই নিয়োগের জন্য wb gram panchayat registration প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। wb gram panchayat apply step by step 2024 –যে সমস্ত চাকরিপ্রার্থী এখনো নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করেননি তারা ইতি খুব শীঘ্রই নির্দিষ্ট পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে রাখুন। রেজিস্ট্রেশন করার পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিতে হবে। চাকরিপ্রার্থীরা যে জেলায় বসবাস করেন সেই জেলা থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির পর নির্দিষ্ট শূন্যপদগুলির জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন। চাকরিপ্রার্থীরা এই মুহূর্তে www.wbprms.in পোর্টালে ভিজিট করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন।

 

WB Gram Panchayat Practice Set 2024

উত্তর পত্র:

…………….

Leave a Comment